হারিয়ে ফেলা বিকেল গুলোর মাঝে হঠাৎ একটি বিকেল, হাজারো স্মৃতি ঘেরা এই বিকেলগুলোতে

Sub4Sub Forums Sub4Sub YouTube হারিয়ে ফেলা বিকেল গুলোর মাঝে হঠাৎ একটি বিকেল, হাজারো স্মৃতি ঘেরা এই বিকেলগুলোতে

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #626902
    Arifuljoy
    Participant

    আমরা যখন গ্রামে থাকতাম তখন সব বন্ধু-বান্ধব মিলে প্রত্যেকটি বিকেলে ঘোরাফেরা জন্য কোথাও না কোথাও যেতাম। হাওর অথবা বিলের মাঝে ভেলা ভাসিয়ে ঘুরে বেড়াতাম।কখনো বা সবাই মিলে একজন বন্ধুর বাড়িতে ঘুরতে যেতাম আর তা না হলে খেলাধুলায় মেতে থাকতাম। তখনকার একটি বিকেলেও আমরা মিস করতাম না। প্রাকৃতিক সৌন্দর্যের পরশ হতে বঞ্চিত থাকতাম না। যতই দিনকাল যাচ্ছে ততই মনে হচ্ছে কি যেন হারিয়ে যাচ্ছে আমাদের মাঝ থেকে। আর হয়তো এই দিনগুলো কখনো ফিরে পাবো না ভেবে কষ্ট হয়। আর এখন শহরে যেন চার দেয়ালের মধ্যে আটক, টাইম টু টাইম অফিস কাজের চাপ চলাফেরায় জ্যাম সব মিলিয়ে ব্যস্ত শহরের ব্যস্ত জীবনযাপন। এভাবে চললে হবে না বন্ধুরা, পরিবর্তন করতে হবে আমাদের জীবনের চলাফেরার রুটিন, বন্ধ করতে হবে সময় অপচয়। ফিরে আসতে হবে বিভিন্ন প্রকার নেশা থেকে। অল্প কয়দিনের এই দুনিয়ায় সৎ ভাবে চলাফেরা পরিকল্পনা ও প্রতিজ্ঞা করতে হবে।

    Motivational
    ——————————————–
    Technical Bangla Academy

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.